বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে চটজলদি প্রশ্নে উত্তর দিয়ে এরই মধ্যে সবার মাঝে সাড়া ফেলে দিয়েছে আশ্চর্য সফ্টওয়্যার ‘চ্যাটজিপিটি’! কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটি একটি অত্যাধুনিক প্রযুক্তি। কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত গবেষণা সংস্থা ‘ওপেনএআই’ এই সফ্টওয়্যার তৈরি করেছে।
এটি মূলত শিক্ষামূলক কথোপকথন ভিত্তিক প্রযুক্তি। ২০২২ সালের নভেম্বর মাসে এর প্রকাশ ঘটে। আর এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন সংস্থা তাদের ব্যবহারকারীদের নিত্য নতুন সুবিধা দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অদূর ভবিষ্যতে এটিকে কাজে লাগাতে চলেছে জনপ্রিয় এক ডেটিং অ্যাপ সংস্থা। তারা এমন একটি এআই চ্যাটবট তৈরি করে ফেলেছেন, যেটি কিনা ডেটিং অ্যাপ ব্যবহারকারীর হয়ে কথা বলে যোগ্য সঙ্গীর খোঁজ করে দেবে বলে দাবি করেছেন সংস্থার প্রাক্তন একদল কর্মী।
শুধু তা-ই নয়, কথা হলে যোগ্য মনে হলে কোন দিন দেখা করা যেতে পারে, তার সম্ভাব্য দিনক্ষণও ঠিক করে দেবে।
ওই ডেটিং অ্যাপ সংস্থার ওয়েবসাইট থেকে জানা গিয়েছে, ‘কিউপিডবট’ নামের এই কৃত্রিম বুদ্ধিমত্তা যে কোনও ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী, তাদের যোগ্য সঙ্গী খুঁজে দেবে। উল্টো দিকে যিনি আছেন, তার সঙ্গে দেখা করার দিন ও সময় ঠিক করে তবেই জানানো হবে।