জনতার খবর ডেক্স:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের চেয়াপারসন খালেদা জিয়ার হার্ট ও কিডনিতে সমস্যা আছে। যে কারণে জ্বর চলে গেলে আবার জ্বর আসছে। গতকাল রোববারও তাঁর জ্বর এসেছে।
আজ সোমবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমরা চিকিৎসকদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ যে তাঁরা তাঁদের সর্বস্ব দিয়ে চেষ্টা করছেন। যে কথাটি তাঁরা বারবার বলছেন যে আমাদের হাসপাতালগুলো পুরোপুরি ইকুইপড না।’ তিনি বলেন, ‘বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার টেকনোলজি এখানে কম। সে কারণে তাঁরা (চিকিৎসক) বারবার করে বলছেন, তাঁকে (খালেদা জিয়া) একটা অ্যাডভান্স সেন্টারে চিকিৎসা করা উচিত।’
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘সমস্যা হচ্ছে এখন পর্যন্ত ম্যাডামকে তো বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। সেখানে আমরা আটকে গেছি। এখন আমরা আলোচনা করছি, চিন্তাভাবনা করছি, কী করা যায়।’