বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন মা হচ্ছেন! ৮ মাসের অন্তঃসত্ত্বা তিনি। ইতোমধ্যেই নেটদুনিয়ায় তার বেবি বাম্পের ছবি ভাইরাল হয়েছে। স্বাভাবিকভাবেই নেটাগরিকদের মনে প্রশ্ন জেগেছে– ‘কার সন্তানের মা হচ্ছেন কৃতি শ্যানন?’
ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, বেবি বাম্প নিয়ে বসে আছেন কৃতি। যে ছবি দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে নেটাগরিকদের। সকলের জল্পনা দূর করতে এবার মূল খবর জানা যাক। আপাতত কৃতি ব্যস্ত আছেন তার নতুন সিনেমা ‘মিমি’র শুটিংয়ে। এই ছবিতে অন্তঃসত্ত্বা এক মহিলার চরিত্রে পর্দায় হাজির হবেন তিনি। আর সেই শুটিংয়ের ছবিই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে।
প্রসঙ্গত, মারাঠি ছবি ‘মালা আই ভাচে’র হিন্দি রিমেক ‘মিমি’। লক্ষণ উতেকরের পরিচালনায় এই ছবির জন্য প্রায় ১৫ কেজি ওজন বাড়িয়েছেন নায়িকা। চলতি বছরের শুরুতেই ছবিটির দৃশ্যধারণ শুরু হয়েছে।