জনতার খবর আন্তর্জাতিক ডেক্সঃ
চলতি বছরই মহাশূন্যে ‘কাঠের উপগ্রহ’ পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। ফলে নতুন এক অভিজ্ঞতা নিজেদের ঝুলিতে পুরবেন বিজ্ঞানীরা। পৃথিবীর কক্ষপথে এই স্যাটেলাইট পাঠাবে ইউরোপিয়ান স্পেস এজেন্সি। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষে রকেট ল্যাবের তৈরি ইলেকট্রন রকেটের মাধ্যমে এটি উৎক্ষেপণ করা হবে। ফলে এটিই হবে পৃথিবীর প্রথম কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহ।
ইউরোপিয়ান স্পেস এজেন্সি ‘ওয়াইসা উডস্যাট’ নামের এই কাঠের স্যাটেলাইটটি পাঠাবে। তবে, স্যাটেলাইটের কাঠামো তৈরি করেছে ফিনল্যান্ড। প্রতিষ্ঠানটি বলছে, মহকাশে কাঠের তৈরি স্যাটেলাইটের সক্ষমতা পরীক্ষা করে দেখা হচ্ছে।
স্পেস ডটকম বলছে, মাত্র ১০ সেন্টিমিটার ঘনত্ব ও ১ কেজি ওজনের খুদে এই স্যাটেলাইটটি ভূপৃষ্ঠ থেকে ৫০০ থেকে ৬০০ কিমি উপরে অবস্থান করবে। পোলার সান-সিংক্রোনাস অঞ্চলে এটি স্থাপন করা হবে।