কাঠালিয়া প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় যথাযোগ্য মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদ্যাপিত হয়েছে।
সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে এ দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে স্বাধীনতার অমর সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম ও কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মং চেনলা সহ সর্বস্তরের মানুষ।
এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি, কাঠালিয়া প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন।
পরে সকাল ৯.০০ টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
এসময় পুলিশ, আনসার ও ভিডিপি, বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা, গার্লস ইন স্কাউটস সদস্যরা কুচকাওয়াজে অংশ গ্রহণ করেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবাররে সদস্যগণের সংবর্ধনা দেয়া হয়। জাতির শান্তি, সমৃদ্ধি দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে সকল মসজিদে বিশেষ দোয়া মোনাজাত করা হয় এবং মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়েছে।
এছাড়া দিনব্যাপী যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদ্যাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।