জনতার খবর ডেক্সঃ
ঝালকাঠির কাঠালিয়ার আওরাবুনিয়ায় করোনা ভাইরাসে সুনীল চন্দ্র বৌদ্ধ(৬০) নামের এক জনের মৃত্যু হয়েছে।
১০ জুলাই শনিবার দিবাগত রাতে উন্নত চিকিৎসার জন্য কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। সুনীল চন্দ্র বৌদ্ধ আওরাবুনিয়া ইউনিয়নের পশ্চিম ছিটকি গ্রামের বাসিন্দা ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস কুমার তালুকদার জানান, সুনীল চন্দ্র অসুস্থ অবস্থায় গত শুক্রবার ভর্তি হয়। শনিবার তার করোনা সনাক্ত হয়। রাতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বরিশাল যাওয়ার পথে তার মৃত্যু হয়।