কাঠালিয়া প্রতিনিধিঃ
কাঠালিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ ও রোকেয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ সোমবার ৯ ডিসেম্বর সকাল ১০ টায় একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনোয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাকির হোসেন। অনুষ্ঠানে উদ্যোক্ততা, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার নারী অংশ নেন।
আলোচনা সভা শেষে উপজেলা পর্যায়ে সামাজিক উন্নয়নে বিশেষ অবদান, সফল জননী, শিক্ষা ও চাকুরি ক্যাটাগরিতে তিন জয়িতাকে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।