কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৯ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার সদর ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ আনোয়ারা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহমাদুর রহমান, উপ সহকারী কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম, ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মোঃ মূসা খান, ইউপি সদস্য মোঃ ফয়সাল আহমদ, মোঃ নুরুজ্জামান সিকদার, পিয়ারা বেগম, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ রাকিবুল ইসলাম তুষার, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার ওজা সহ ইউনিয়ন পরিষদ ইউপি সদস্যগন।
কর্মশালায় বক্তারা বলেন, আমাদের দেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সহ অবস্থান করবে। সকলে বৈষম্যহীন বাংলাদেশে বসবাস করে স্বাধীনভাবে মতামত প্রকাশ করবে।