গাড়িতে বসেই করোনা ভাইরাসের টিকা নিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার (১৯ জুলাই) বিকেল ৪টার দিকে রাজধানীর মহাখালীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে টিকা নেন তিনি।
যুক্তরাষ্ট্রের কোম্পানি মডার্নার তৈরি করোনা ভাইরাসের টিকা পেয়েছেন খালেদা জিয়া। এর আগে বিকেল ৩টা ৪০ মিনিটে গোলাপি রংয়ের শাড়ি পরে টিকা নিতে যান তিনি। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও খালেদা জিয়ার ব্যক্তিগত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে খালেদা জিয়া হাসপাতালে পৌঁছালে দলের নেতাকর্মী ও সাংবাদিকরা ভিড় করে। ভিড়ের কারণে খালেদা জিয়াকে গাড়ি থেকে নামানো হয়নি। গাড়িতে বসিয়েই তাকে করোনার টিকা দেন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। গত ১২ জুলাই খালেদা জিয়া টিকার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘সুরক্ষা’ ওয়েবসাইটে নিবন্ধন করেন। রবিবার (১৮ জুলাই) তার টিকার এসএমএস আসে।
সূত্রঃ ইত্তেফাক।