এসএসসি ও এইচএসসি পর্র্যায়ের কয়েক লাখ শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগ কাটাতে শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি সংবাদ সম্মেলন করবেন আজ। সংবাদ সম্মেলনে আটকে থাকা এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে সুস্পষ্ট ঘোষণা থাকতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার জানানো হয়েছে, চলতি বছরের আটকে থাকা এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে আজ বৃহস্পতিবার সিদ্ধান্ত জানাবেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি। দুপুরের আগেই এ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন তিনি। সংবাদ সম্মেলনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত জানানো হবে। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হবে।
সূত্র আরো জানায়, ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেয়া সম্ভব না হলে বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের চিন্তাভাবনা করা হচ্ছে। রচনামূলক বা সৃজনশীল প্রশ্ন বাদ দিয়ে কেবল বহুনির্বাচনী প্রশ্নে (এমসিকিউ) পরীক্ষা নেয়ার প্রস্তাবও আছে। বিষয় ও পরীক্ষার মোট নম্বর কমিয়ে পরীক্ষা নেয়ার প্রস্তাবও করা হয়েছে। আবার অ্যাসাইনমেন্টের নম্বর বিবেচনায় পাবলিক পরীক্ষার্থীদের মূল্যায়নের বিষয়টিও চিন্তাভাবনায় আছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত কী হচ্ছে তা সুস্পষ্টভাবে জানা যাবে শিক্ষামন্ত্রীর আজকের ব্রিফিংয়ে।
যদিও শিক্ষকরা অ্যাসাইনমেন্টের নম্বর বিবেচনায় পাবলিক পরীক্ষার্থীদের মূল্যায়নের বিপক্ষে অবস্থান নিয়েছেন। তারা সিলেবাস ও সময় কমিয়ে পরীক্ষা নেয়ার পক্ষে মত দিয়েছেন। এর আগে জাতীয় পরামর্শক কমিটি সংক্রমণের হার ৫ শতাংশের নিচে এলে পরীক্ষা নেয়ার বিষয়ে মত দিয়েছিল। বর্তমানে দেশে করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। সে হিসেবে পরীক্ষার বদলে বিকল্প মূল্যায়নের সিদ্ধান্ত আসতে পারে বলেও মনে করছেন কেউ কেউ।
এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. নেহাল আহমেদ জানিয়েছেন, করোনা পরিস্থিতির কারণে আটকে থাকা এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত শিক্ষামন্ত্রী নিজেই দেশবাসীকে জানাবেন। পরীক্ষার্থীদের পরীক্ষা নেয়া হবে নাকি বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করানো হবে তা জানতে চাইলে বোর্ড চেয়ারম্যান বলেন, সেসব বিষয়ে আজ শিক্ষামন্ত্রী জানাবেন।