ঝালকাঠি প্রতিনিধিঃ অনাবাদী পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় ২দিনব্যাপী কৃষক-কৃষানী প্রশিক্ষন শেষ হয়েছে।
ঝালকাঠি সদর উপজেলা কৃষি প্রশিক্ষন কেন্দ্রে ৩০জন কৃষক-কৃষানী এই প্রশিক্ষনে অংশগ্রহণ করেছে। বুধবার এই প্রশিক্ষন শেষ হয়েছে। প্রশিক্ষনে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন করে নিরাপদ শাকসবজি উৎপাদনের মাধ্যমে পুষ্টি চাহিদা পূরণে সবাইকে এগিয়ে আসতে হবে।
মঙ্গলবার কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার উপস্থিত থেকে এই প্রশিক্ষনের উদ্ভোধন করেন। প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে সবজি বীজ ও ফলের চারা বিতরণ করা হয়, যার মধ্যে দুজন ছিলেন জুলাই যোদ্ধা। পাশাপাশি কমিউনিটি ভার্মি কম্পোস্ট উৎপাদনককারী কৃষকের হাতে ভার্মি সেপারেটর, সিলিং মেশিন ও পলিব্যাগ তুলে দেন।
পরিদর্শনকালে সঙ্গে ছিলেন ঝালকাঠি জেলার উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত উপপরিচালক রিয়াজ উল্লাহ বাহাদুর এবং সদর উপজেলার কৃষি কর্মকর্তা আলী আহম্মদসহ কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা।