কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ :
ঝালকাঠির কাঠালিয়ায় নানা আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। আজ বুধবার ১৫ অক্টোবর সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনের কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী দ্বিপক চন্দ্র ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জুবায়ের হোসেন, সমবায় কর্মকর্তা মনিরুল ইসলাম, কাঠালিয়া সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অংশগ্রহণ করেন। আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন করা হয়।
বক্তারা বলেন, জীবাণু ও সংক্রামক রোগ প্রতিরোধে নিয়মিত হাত ধোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে খাবার গ্রহণের আগে ও টয়লেট ব্যবহারের পর হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে অনেক সংক্রামক রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব।
তারা আরও বলেন, সুস্থ, নিরাপদ ও পরিচ্ছন্ন সমাজ গঠনে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে।