কাঠালিয়া প্রতিনিধি: ঝালকাঠি জেলা জিয়া মঞ্চের নতুন কমিটিতে স্থান পেয়েছেন তরুণ ও উদ্যমী সংগঠক মোঃ আল আমিন সিকদার। তৃণমূল পর্যায়ে দীর্ঘদিন ধরে দলের কর্মীদের পাশে থেকে কাজ করার স্বীকৃতি হিসেবেই এসেছে তাঁর এই সদস্য পদ।
সংগঠনের সূত্রে জানা গেছে, মোঃ আল আমিন সিকদার দীর্ঘদিন ধরে দলীয় বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত আছেন।
তিনি রাজনৈতিকভাবে শুধু দলের প্রতি নিবেদিত নন, বরং স্থানীয় মানুষের সামাজিক ও মানবিক সমস্যার সমাধানে কাজ করে আসছেন।
তরুণ কর্মীরা জানিয়েছেন, আল আমিন সিকদারের নেতৃত্বে জিয়া মঞ্চের কার্যক্রম আরও গতিশীল হবে। তাঁরা বিশ্বাস করেন, তাঁর নেতৃত্বে সংগঠন নতুন প্রজন্মের মধ্যে জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা আরও বাড়াবে।
মোঃ আল আমিন সিকদার বলেন, “এই দায়িত্ব আমার কাছে শুধু একটি পদ নয়, এটি মানুষের জন্য আরও বেশি কাজ করার সুযোগ। তৃণমূলের কর্মী থেকে শুরু করে সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে আমরা জিয়া মঞ্চকে আরও শক্তিশালী করতে চাই।”
নেতাকর্মীরা আশা করছেন, তরুণ নেতৃত্বের এই অন্তর্ভুক্তি সংগঠনের নতুন দিগন্ত উন্মোচন করবে এবং ঝালকাঠিতে জিয়া মঞ্চের কার্যক্রমে নতুন গতি আনবে।
আল আমিন সিকদার ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার দক্ষিন আনইলবুনিয়া গ্রামের হায়দার সিকদারের ছেলে।