ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি প্রেসক্লাব মিলনাতয়নে শুক্রবার ’চিত্ত যেথা ভয় শৃন্য উচ্চ যেথা শিড় জ্ঞান যেথা মুক্ত সেথা গৃহের প্রাচীর এই ¯েøাগানকে সামনে রেখে সন্মেলন শুরু হয়েছে । রবীন্দ্র সংগীত কর্মশালা ও প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে ।
রবীন্দ্র সংগীত সন্মেলন পরিষদ ঝালকাঠি শাখা এর আয়োজন করছে । শুক্রবার সকাল সাড়ে ১০ টায় এই সন্মেলন শুরু হয়েছে । সন্মেলনে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও প্রেসক্লাবের আজীবন সদস্য মনোয়ার হোসেন খান ।
উদ্ধোধক ছিলেন জারি সম্্রাট আবদুল গনি বয়াতির পুত্র আব্দুল হক বয়াতি । বিশেষ অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক সাংস্কৃতিক সংগঠক মানিক রায়, কবি সাহিত্যিক আলামিন বাকলাই , সাংস্কৃতিক সংগঠক ইকবাল হোসেন আন্টু জেলা যাসাস সভাপতি মনির হোসেন । সভাপতিত্ব করেন আবু সাইদ খান । উপস্থিত ছিলেন এই কর্মশালার প্রশিক্ষক ছায়ানটের কাজ্ঞন মোস্তফা ,মানসী সাধু
ঝালকাঠির স্কুল কলেজের পৃথক গ্রæপে শতাধিক প্রশিক্ষণ গ্রহণ করেন । শনিবার এদের মধ্যে বাছাইকৃত রবীন্দ্র সংগীতে শিল্পিদের ঢাকায় প্রশিক্ষণের জন্য নিয়ে যাওয়া হবে ।