ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি শহরে বাহের রোডস্থ শীতলাখোলা পুকুরপারে ঝালকাঠি পৌরসভার উদ্যোগে কৃষি পণ্য ও বৈকালিক শাক-সবজির বাজার স্থাপন করা হয়েছে। এই বাজারে গ্রামের কৃষকদের পণ্য সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত এবং পরবর্তী সময় থেকে রাত ১১টা পর্যন্ত ভ্যানে রেখে শাক-সবজি ও কৃষি পন্য বিক্রি করা হবে।
তবে কারো কোন স্থায়ী দোকান বা নির্দিষ্ট জায়গা থাকবে না। অবিক্রিত মালামাল চট, বাক্স, ভ্যান ইত্যাদিতে রেখে যাওয়া যাবে না এবং ময়লা ও আবর্জনা এই মার্কেটের কাছেই নির্ধারিত স্থানে রাখতে হবে এবং পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা রাতে এগুলো পরিস্কার করে নেবে। বুধবার সকাল ১০টায় ঝালকাঠি পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কাওছার হোসেন আনুষ্ঠানিকভাবে এই বাজার উদ্ভোধন করেন।
ইতিপূর্বে এই বাহের রোডস্থ সাধনার মোর থেকে বর্তমানে বাজার এলাকা পর্যন্ত রাস্তার দুই পাশে প্রতিদিন গ্রাম থেকে আসা মানুষ শাক-সবজি ফলমূল এবং বিভিন্ন দেশী প্রজাতির মাছ ধরে এনে রাস্তায় উপরে বসে বিক্রি করা হতো। একারণে এই রাস্তা দিয়ে পণ্য বিক্রেতা, ক্রেতাদের কারণে সাধারণ মানুষ ও যানবাহন চলাচল বিগ্ন ঘটত। এই ব্যবস্থার ফলে একদিকে যেমন কৃষকরা কৃষি পণ্য এনে বিক্রি করবেন এবং ক্রেতারাও নিরাপদে এই বাজার থেকে পন্য কিনতে পারবেন। পাশাপাশি মাছ বিক্রেতারাও এই বাজারে মাছ বিক্রি ও ব্যবস্থা থাকবে।