ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে দীর্ঘ ১০ বছর পরে মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর ও জেলা জামায়াতের আমির এ্যাডভোকেট হাফিজুর রহমান সহ ৪৭ বিএনপি ও জামাতের নেতাকর্মী।
স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের নির্দেশে বুধবার সকালে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়েরা জজ আদালতের বিচারক মো. আমিনুল ইসলাম সকল আসামী অব্যাহতির আদেশ প্রদান করেন। ঝালকাঠির আদালতের পিপি এ্যাডভোকেট মাহেব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সুত্রে জানাগেছে ঝালকাঠির রাজাপুরে একটি বাস গাড়ি পোড়ানোর অভিযোগে ২০১৫ সালের ০৭ ফেব্রæয়ারী এসআই মিজানুর রহমান বাদি হয়ে রাজাপুর থানায় একটি মামলা দায়ের করেন।
এতে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, জেলা জামায়াতের আমির এ্যাডভোকেট হাফিজুর রহমান, রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাছিম আকন, রাজাপুর উপজেলা জামায়াতের আমীর আবু বকর মো. সিদ্দিক সহ ৪৭ জনকে আসামী করা হয়।
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর বলেন,‘ স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে অনেক মিথ্য মামলা হয়েছে। রাজ পথে থেকে আন্দোলন-সংগ্রাম করার কারনে প্রায় সকল মামলায় আমাকে আসামী করা হত। এটিও একটি মিথ্যা মামলা। এই মামলার আসামীদের মধ্যে অনেকে দীর্ঘ দিন জেল খেটেছেন। দীর্ঘ ১০পরে হলেও মিথ্যা মামলা থেকে অব্যাহতি পাওয়ায় ভালো লাগছে।











