ঝালকাঠি প্রতিনিধিঃ
কাঠালিয়ায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গাছ থেকে পড়ে আব্দুল খালেক ফরাজী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার বড় কাঠালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্বাজন ও স্থানীয়রা জানান, সকালে আব্দুল খালেক ফরাজী বাড়ির পাশে গাছের ডাল কাটতে ওঠেন। এ সময় গাছের সঙ্গে থাকা হাইভোল্টেজ বিদ্যুৎ লাইনে স্পর্শ করলে তিনি বিদ্যুতায়িত হয়ে গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।
পরে স্বজনরা ও স্থানীয়রা তাকে উদ্ধার করে কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ বিকাল ৫ টায় মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারি কবরস্থানে দাফন করা হয়েছে।










