কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আগামী ২৭ অক্টোবর সোমবার আছরের নামাজ বাদ কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ১২তম বার্ষিক ইছালে ছওয়াব ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।
উক্ত মাহফিলে কাঠালিয়া উপজেলা জমইয়তে হিযবুল্লাহ, আইম্মায়ে হিযবুল্লাহ, যুব হিযবুল্লাহ, ছাত্র হিযবুল্লাহ পক্ষ থেকে সকল ধর্মপ্রান মুসুলমানদেরকে এ ইছালে ছাওয়াব ও ওয়াজ মাহফিলে অংশ গ্রহণ করার জন্য আহবান জানিয়েছেন।
ওয়াজ মাহফিলে হযরত মুহাম্মদ (সঃ) এর জীবন আদর্শ নিয়ে দেশ বরেণ্য আলেমগন ওয়াজ ও নছিহত পেশ করিবেন।
মাহাফিলে প্রধান অতিথি হিসেবে নছিহত করবেন আলহাজ্ব হযরত মাওলানা রুহুল আমীন আফসারী, অধ্যক্ষ, ছারছিনা দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসা।
বিশেষ অতিথি হিসেবে ওয়াজ করিবেন- আলহাজ¦ হযরত মাওলানা মুফতী মোহাম্মদ মুহিব্বুল্লাহ আল-মঈন, সিনিয়র আরবী প্রভাষক, ছারছিনা দারুচ্ছুন্নাত জামিয়া এ নেছারিয়া দীনিয়া, মুবাল্লিক, ছারছিনা দরবার শরীফ।
এ ছাড়াও গুরুত্বপূর্ন নছিহত পেশ করবেন বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহ কাঠালিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন- জহিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, কাঠালিয়া, ঝালকাঠি।
মাহফিল পরিচালনায়- আলহাজ্ব হযরত মাওলানা মোঃ মিজানুর রহমান, ইমাম ও খতিব, কাঠালিয়া বন্দর জামে মসজিদ ও সহকারী অধ্যাপক, উত্তর তালগাছিয়া নেছারিয়া ফাজিল মাদ্রাসা, কাঠালিয়া, ঝালকাঠি।
মাহফিল শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে।