কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বিনাপানির বলতলায় রুহুল আমিন মুন্সী (৪০) নামের এক যুবক রেন্টি গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
নিহত রুহুল আমিন উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দক্ষিন বলতলা গ্রামের মুন্সী আতাহার আলী মুন্সির ছেলে।
স্বজন ও স্থানীয়রা জানায়, গতকাল শনিবার সন্ধ্যা থেকে রুহুল আমিনকে বাড়িতে না দেখায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি।
পরে রবিবার সকালে বাড়ির বাগানের গাছের সাথে হলায় ফাঁস অবস্থায় ঝুলতে দেখেন। এ সময় স্থানীয়রা কাঠালিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।