আগামী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করবে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে ছুটির দিনের কার্যক্রম অব্যাহত রাখতে মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে সংস্থাটি।
৫ জানুয়ারি রোববার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী মাঠ কর্মকর্তাদের নির্দেশনাটি পাঠিয়েছেন।
নির্দেশনায় বলা হয়েছে, সারাদেশে একযোগে সব উপজেলা/থানার তথ্য সংগ্রহ না করে যখন যে উপজেলায় নিবন্ধন কার্য শুরু হবে তার আগে সেসব উপজেলা/থানার তথ্য সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট সিনিয়র জেলা নির্বাচন অফিসার/জেলা নির্বাচন অফিসাররা স্থানীয়ভাবে উপজেলা/থানাভিত্তিক তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রমের সময়সূচি নির্ধারণপূর্বক অঞ্চলভিত্তিক একত্রীকরণ করে এতদসঙ্গে পাঠানো ছক অনুযায়ী নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখায়, অধিশাখায় ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে পাঠাতে হবে। বিশেষ দিবসের ছুটি ব্যতীত সাধারণ ও সাপ্তাহিক ছুটির দিনে নিবন্ধন ও তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে।
এছাড়া একযোগে সব জেলায় টিম সংখ্যা অনুযায়ী একসঙ্গে ১-৭টি টিমে বায়োমেট্রিকসহ নিবন্ধন কার্যক্রম চলমান রাখতে হবে। তবে জেলা নির্বাচন অফিসার আঞ্চলিক নির্বাচন অফিসারের তত্ত্বাবধানে তার আওতাধীন উপজেলা/থানা নির্বাচন অফিসারদের সঙ্গে পরামর্শ করে কোন উপজেলা/থানার নিবন্ধন শেষ করে কোন উপজেলা/থানা কার্যক্রম শুরু করবেন, টিম ও অপারেটর সংখ্যার ওপর ভিত্তি করে তার একটি পূর্ণাঙ্গ এবং বাস্তবিক সিডিউল প্রস্তুত করে আঞ্চলিক নিবচন অফিসারের মাধ্যমে তা নির্বাচন কমিশন সচিবালয়, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটকে অবহিত করে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে।
২০ জানুয়ারি থেকে তিন ফেব্রুয়ারি
বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ এবং মৃত ব্যক্তিদের ভোটার তালিকা থেকে কর্তন করতে তথ্য সংগ্রহ।
পাঁচ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল
নিবন্ধন কেন্দ্রে নিবন্ধন (বায়োমেট্রেক গ্রহণসহ)। ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম অথবা বিগত ভোটার তালিকার হালনাগাদ থেকে বাদ পড়েছেন তাদের নিবন্ধন করা হবে।
১২ ফেব্রুয়ারি থেকে ১২ এপ্রিল
উপজেলা/থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন গ্রহণ। মৃত ভোটারদের নাম কর্তনের তথ্যাদি এবং নতুন ভোটারের তথ্য সফটওয়্যারের সাহায্যে ডাটাএট্রি এবং আপলোড।
পাঁচ মে
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ কর্তৃক খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত ও সিএমএস পোর্টালে লিংক সরবরাহ।