পরিবার নিয়ে বেশ ঝামেলায় পড়েছেন উগান্ডার ৭০ বছর বয়সী মুসা হাসাহিয়া কাসেরা। তাঁর স্ত্রী ১২ জন। আর রয়েছে ১০২ সন্তান ও ৫৭৮ নাতি-নাতনি। এ কারণে বেশ জনপ্রিয় মুসা। কিন্তু জনপ্রিয়তা দিয়ে তো আর পরিবারের ভরণপোষণ চালানো যায় না। এত বড় পরিবার নিয়ে বেশ হিমশিম খাচ্ছেন মুসা।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, পূর্ব উগান্ডার মুকিজা গ্রামের বাসিন্দা মুসা। তাঁর পরিবার নিয়ে স্থানীয় প্রশাসন বেশ তোয়াজই করে। কিন্তু একইসঙ্গে তারা পরিবার কীভাবে চালায়, সে নিয়ে উদ্বেগও প্রকাশ করেছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মুসার পরিবার নিয়ে শুরু হয়েছে আলোচনা। প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি। তাতে বলা হয়েছে, ‘দ্য পারসন হু প্রডিউজসড দ্য মোস্ট চিলড্রেন ইন দ্য ওয়ার্ল্ড’। এ নিয়ে বেশ মজা করতে দেখা যায় অনেককে।
কেউ কেউ বলিউডের ‘চুপ চুপ কে’ নামের সিনেমার ডায়ালগ কমেন্ট করেন। তাতে বলা হয়, ‘এদের পরিবার বলা হচ্ছে কেন? জেলা ঘোষণা করে দিলেই তো হয়।’
তবে মুসার পরিবারের বাস্তবতা এত মজার নয়।
১৯৭২ সালে ১৭ বছর বয়সে প্রথম বিয়ে করেন মুসা। গরু ব্যবসায়ী ও কসাই হওয়ায় সবাই তাঁর সঙ্গে মেয়ে বিয়ে দিতে চেয়েছিলেন। ১২ স্ত্রীর মধ্যে সবচেয়ে ছোটটার বয়স এখন ৩৫। সন্তানদের কারও কারও বয়স ৫০ এর কাছাকাছি। অবস্থা এমন, অনেকের নামই মনে রাখতে পারেন না তিনি।
মুসা একটি জরাজীর্ণ বাড়িতে থাকেন। বছরের পর বছর অবহেলার কারণে এর ছাদে মরিচা ধরেছে। পরিবারটি নিকটবর্তী এলাকায় বেশ কয়েকটি ঘাস-কাটা মাটির কুঁড়েঘর দখল করে আছে।
তাঁর দুই একর জমি, যা একসময় ক্রমবর্ধমান পরিবারের ভরণপোষণের জন্য যথেষ্ট বলে বিবেচিত হতো এখন মৌলিক ভরণপোষণের চেয়ে সামান্য বেশি।
পরিবারে ঠিকঠাকমতো সবাই খেতে পারছেন না। এমন কথাই বলছেন মুসার স্ত্রীরা।
আর মুসা বলছেন, ‘একসময় সবাই মজা করতো। আমারও মনে হতো মজার ঘটনা। কিন্তু এখন বুঝি, কতটা সমস্যায় রয়েছি।’