জনতার খবর ডেক্সঃ ১১ আগস্ট বুধবার থেকে হাইকোর্টের সবগুলো বেঞ্চ ভার্চুয়ালি চালু করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রবিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পরিবর্তিত পরিস্থিতিতে আগামী ১১ আগস্ট বুধবার হতে ‘আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যাবহার আইন, ২০২০ এবং এবং এতদসংক্রান্ত জারিকৃত প্রাকটিস ডাইরেকশন অনুসরণ করতঃ তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সকল বেঞ্চে বিচার পরিচালিত হবে।’