আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্ক ও সিরিয়ায় ক্ষতিগ্রস্তদের জন্য ১০ হাজার ভ্রাম্যমাণ বাড়ি, একটি ফিল্ড হাসপাতাল পাঠাচ্ছে কাতার। এ ছাড়া ভ্রাম্যমাণ বাড়ির পাশাপাশি উদ্ধারকারীদের একটি টিম, ত্রাণসামগ্রী, পর্যাপ্ত পরিমাণ তাঁবু ও শীতবস্ত্রও পাঠাবে দেশটি।
গত ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার কাতারের পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানিয়েছেন।
তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাহায্যে আকাশপথে মানুষ ও পণ্য পরিবহন চালুর নির্দেশ দিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।
কাতার উদ্ধারকারী দল, একটি ফিল্ড হাসপাতাল, ত্রাণ সহায়তা, তাঁবু এবং শীতকালীন সরবরাহ পাঠাচ্ছে এ তথ্য জানিয়েছে কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কিউএনএ।
এর আগে, স্থানীয় সময় সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরের দিকে সিরিয়া এবং তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কিছুক্ষণ পর ফের ৬ দশমিক ৭ মাত্রার আরও একটি ভূমিকম্প এবং পরে আরও অনেকগুলো আফটারশক হয়। তুরস্কে নিহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৩৯১। সিরিয়ায় ২ হাজার ৯৯২ জন। দুই দেশ মিলিয়ে এখন পর্যন্ত নিহত ১৫ হাজার ৩৮৩ জন।
এদিকে দেশটিতে উদ্ধারকাজের ধীরগতি নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ-সমালোচনা হচ্ছে। এর মধ্যে গতকাল বুধবার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।