আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে সেনাবাহীনর কর্মকর্তাসহ নিখোঁজ হেলিকপ্টার সন্ধান পাওয়া গিয়েছে। সেটি বিধ্বস্ত হয়েছে এবং তাতে অবস্থান করা সেনাবাহিনীর তিন জেনারেলসহ ৬ জন নিহত হয়েছেন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের (আইএসপিআর) বরাত দিয়ে দেশটির গণমাধ্যম ডন এ তথ্য জানায়।
০১ আগস্ট সোমবার রাতে কোয়েটা থেকে করাচির দিকে যাচ্ছিল হেলিকপ্টারটি। হেলিকপ্টারটিতে কয়েকজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা অবস্থান করছিলেন।
হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ লেসবেলা জেলার মুসা গুথের কাছে দেখা গেছে। হেলিকপ্টারটিতে নিহত ছয় সেনা কর্মকর্তা হলেন, লে. জে. সরফরাজ আলী, মে. জে. আমজাদ হানিফ, ব্রি. জে. মোহাম্মদ খালিদ, মেজর সাঈদ আহমেদ, মেজর মো. তালহা মানান এবং নায়েক মুদাস্সার ফায়াজ।
মঙ্গলবার (০২ আগস্ট) সেনাবাহিনীর গণমাধ্যম শাখা এক টুইট করে জানায়, লে. জেনারেল সরফরাজ আলীসহ হেলিকপ্টারে থাকা সেনা কর্মকর্তাসহ ছয় সেনার সবাই মারা গেছেন। প্রাথমিক তদন্তে তারা মনে করছে, খারাপ আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে।
হেলিকপ্টারটি যখন এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়, তখন এটি বেলুচিস্তান প্রদেশের উপকূলীয় জেলা লাসবেলায় ছিল। সেখানে বন্যার্তদের ত্রাণসহায়তা দিতে গিয়েছিলেন এই সেনাসদস্যরা।
পুলিশ সূত্র ডনকে জানায়, হেলিকপ্টারটি পাহাড়ি এলাকায় নিখোঁজ হয়। সেখানে জিপ গাড়ি যাওয়ার পথ নেই। তাই সেখানে উদ্ধার অভিযান চালানো বেশ কঠিন ছিল। সেখানে আরও দুর্ভোগের কারণ হলো মোবাইল ফোনের নেটওয়ার্ক দুর্বল ও বিদ্যুৎ নেই। পুলিশ অনুসন্ধান অভিযানে সহায়তা করার জন্য স্থানীয় স্বেচ্ছাসেবকদের নিযুক্ত করেছে বলে জানা গেছে।
এ দুর্ঘটনায় আইএসপিআর শোক প্রকাশ করেছে। প্রেসিডেন্ট আরিফ আলভি সেনাপ্রধানকে ফোন করে গভীর শোক প্রকাশ করেছেন। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘দায়িত্ব পালন এবং জাতির সেবায়’ মহান উদ্যম, কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার সঙ্গে কাজ করতে গিয়ে তাঁরা শহীদ হয়েছেন।
টেলিফোন আলাপে জেনারেল বাজওয়া আলভিকে জানিয়েছেন, খারাপ আবহাওয়ার কারণে বাইরের সবকিছু ঝাপসা হয়ে এসেছিল। এ কারণেই হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।
এদিকে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ টুইট করে বলেন, এ ঘটনায় জাতি গভীর শোকাহত। তিনি বলেন, তাঁরা বন্যাদুর্গতদের ত্রাণ দেওয়ার একটি পবিত্র দায়িত্ব পালন করছিলেন।’
এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান শোক প্রকাশ করেছেন।
কয়েক সপ্তাহ ধরে বেলুচিস্তানের বন্যাকবলিত জেলাগুলোয় হেলিকপ্টার নিয়ে নানা সরঞ্জামসহ সেনাসদস্যরা নিয়োজিত রয়েছেন।