ঝালকাঠি প্রনিতিধিঃ ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্বা চিত্তরঞ্জন দত্ত হৃদরোগে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার রাত ১১ টার পরে ঝালকাঠি শহরের বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাজের সিসিইউ ইউনিটে চিকিৎসাধীন আছেন তিনি।
তাকে দেখতে বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালে ছুটে যান তাঁর সহকর্মীরা। ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আক্কাস সিকদার, সহ সাধারণ সম্পাদক কে এম সবুজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অলোক সাহা, সদস্য জহিরুল ইসলাম জলিল, রতন আচার্য্য, রাজু খান ও অফিস সহায়ক মো. পারভেজ হোসেন তাকে দেখতে যান।
এ সময় প্রবীন সাংবাদিক চিত্তরঞ্জন দত্তের চিকিৎসার খোঁজখবর নেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। বর্তমানে তিনি আগের চেয়ে সুস্থ আছেন বলে জানিয়েছেন তাঁর পরিবার।