ঝালকাঠি প্রতিনিধিঃ
সড়ক ও নৌপথে ফিটনেসবিহীন যানবাহন চলাচল করতে দেয়া হবে না। আইন অমাণ্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। নৌপথে নদীতে ঈদের ৫দিন পূর্বে ও পরে বালু পরিবহনকারী বাল্বহেড থাকতে পারবে না। সড়ক অনুযায়ী নির্ধারিত গতিসীমার মধ্যে যানবাহন চালাতে হবে এবং দ্রæত গতিতে যানবাহন চালনা কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ঈদের পূর্বে ও পরে সড়ক ও নৌপথে মানুষের যাতায়াত নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার বেলা ১২টায় ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঝালকাঠি জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটি এবং জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভায়
জেলা প্রশাসক আশরাফুর রহমান একথা বলেন। জেলা প্রশাসকের সভাপতিত্বে এই সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক কাওছার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম, সচিব জেলা পরিষদ ইমরান শাহারিয়ার, সেনাবাহিনীর ঝালকাঠি জেলা ক্যাম্পের ক্যাপ্টেন মাহামুদুল হাসান, নির্বাহী প্রকৌশলী সড়ক ও জনপদ শাহারিয়ার শরিফ ও সহকারী প্রকৌশলী গণপূর্ত ইমরান হাসান, জেলা বাস মালিক সমিতির সভাপতি বাচ্চু হাওলাদার ও জেলা পরিবহন ইউনিয়নের সভাপতি টিপু সুলতান এবং স্বাগত বক্তব্য রাখেন জেলা বিআরটিএর সহকারী পরিচালক মাহফুজুর রহমান।
আলোচনা সভায় দূর্ঘটনা প্রবণের স্থানের সাইনবোর্ড ও সতর্ক সংকেত, বিদ্যুৎ বিভাগ ও বন বিভাগের মাধ্যমে রাস্তার উপরের গাছের ঢালপালা ছেটে ফেলা, মহাসড়কে অবৈধ ও নিষিদ্ধ যানবাহন নিয়ন্ত্রণে রাখা, ড্রাইভার লাইসেন্স না থাকা মোটর সাইকেল চালকদের বিরুদ্ধে অভিযান, পরিবহন ও নৌপথে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করা ও যাত্রী হয়রানি বন্ধ করা, লঞ্চে নিরাপত্তার জন্য আনসার ও টার্মিনাল গুলিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা, সাদে যাত্রী পরিবহন না করা, নদীতে পর্যাপ্ত বয়া রাখা, বিদ্যুৎকে সাশ্রয়ী রাখা, পণ্য পরিবহনে চাঁদাবাজী রোধ করা, ঈদের দিন ও চাঁদ রাতে আতশবাজি বা উচ্চ ডিজে বক্স চালানো যাবে না ইত্যাদি বিষয়ে আলোচিত হয়েছে।