কাটা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির করাণে ঝালকাঠিতেও সারা দেশের ন্যায় কারফিউ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত সিথিল করা হয়েছে।
ঝালকাঠিতে সহিংস ঘটনা কালীন সময় শান্ত ছিল এবং কোন ধরনের ভাংচুর বা ধংসাত্মক ঘটনা ঘটেনি। সেনা বাহিনী মাঠে নামার পরে জেলা প্রশাসকের তত্মাবধানে শহরে টহল অব্যাহত রেখেছে এবং কারফিউ সিথিল করার মেয়াদ বৃদ্ধি করে মানুষের স্বাভাবিক জীবন যাত্রায় ফিরিয়ে আনা হচ্ছে।
অন্যান্য দিনের সাভাবিক সময়ের মতো অফিস-আদালত, দোকানপাঠ খোলা ছিলো এবং পূর্বের ন্যায় যানবাহন চলাচল করেছে। বাজারে পন্য সরবরাহ বেরেছে। সব মিলিয়ে স্বাভাবিক জীবন যাত্রায় ফিরে এসেছে ঝালকাঠি।