যুগপৎ ধারায় ঘোষিত শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠা দাবিতে ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচিতে পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার তথ্য তুলে ধরতে সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে। আজ ২৯ জুলাই শনিবার এনটিভি অনলাইনকে তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
শায়রুল জানান, সংবাদ সম্মেলনের আগে আজ অবস্থান কর্মসূচিতে হামলা ও সংঘর্ষের সার্বিক পরিস্থিতি নিয়ে বিএনপি স্থায়ী কমিটি বৈঠক অনুষ্ঠিত হবে। পরে সন্ধ্যা ৬টায় গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে। সংবাদ সম্মেলনে কথা বলবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।