জনতার খবর ডেক্সঃ
কাঠালিয়া উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আমরিবুনিয়া প্রধান সড়ক থেকে মায়ারাম হিন্দুপাড়া পর্যন্ত যাতায়াতের রাস্তাটি দীর্ঘদিন যাবৎ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
রাস্তাটিতে খানা-খন্দকে ভরা, তাই বর্ষা কিংবা শুকনো মৌসুমে শিশু-নারী ও বৃদ্ধদের চলাচলে মারাত্মক দুর্ভোগ পোহাতে হত। বিশেষ করে রোগীদের নিয়ে চরম বিপদে পড়তে হতো এখানকার মানুষের।
আজ ২ জুলাই শুক্রবার স্থানীয়দের সহযোগিতায় রাস্তাটি সংস্কারের কাজ শুরু করেন। এ সময় সদ্য নির্বাচিত ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ ফয়সাল আহমেদ মিঠুসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে সংস্কার কাজে অংশগ্রহণ করেন।