জনতার খবর ডেক্সঃ
করোনার কারণে এ বছর শুধু সৌদি আরবে অবস্থানরত মুসলিমরাই হজ পালনের সুযোগ পাবেন। বাংলাদেশ সহ বিশ্বের কোনো দেশ থেকে কেউ সেখানে গিয়ে এবার হজ পালনের সুযোগ পাবে না।
দেশটির হজ ব্যবস্থাপনা সংক্রান্ত মন্ত্রণালয় বলছে, এবার সর্বোচ্চ ৬০ হাজার ব্যক্তিকে তারা হজ পালনের অনুমতি দেবে এবং তাদের বয়স অবশ্যই ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে। এক ঐ সাথে হজ পালনের জন্য টিকা গ্রহণকে বাধ্যতামূলক ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) মুঃ আঃ হামিদ জমাদ্দার জানান, সৌদি সরকার তাদের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে এবার বহির্বিশ্ব থেকে কাউকে তারা হজ পালনের অনুমতি দেবে না, ফলে বাংলাদেশ থেকেও এবার কেউ হজে যেতে পারছেন না।
মুঃ আঃ হামিদ জমাদ্দার জানান, যেহেতু হজে যাওয়া হচ্ছে না তাই কেউ চাইলে তার জমা টাকা যে কোন সময় তুলে নিতে পারবেন।