আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগার থেকে বেরিয়েই পুরনো নাটকের পুনরাবৃত্তি শুরু করেছেন। আন্দোলনের কোনো ইস্যু না থাকলেও নেতাকর্মীদের চাঙ্গা করতে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন বলেও মন্তব্য করেন কাদের।
বুদ্ধিবৃত্তিক কূটনীতির মাধ্যমে মিয়ানমার ইস্যু সমাধানের চেষ্টার কথা বলেও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক নানা রাজনৈতিক ইস্যুতে কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং ফরহাদ মজহারের গুমের ঘটনাকে নাটক বলে আখ্যা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপিকে গুম-খুনের হোতা আখ্যা দিয়ে তিনি বলেন, এরাই ২১ আগস্ট ঘটিয়ে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল।
ওবায়দুল কাদের কথা বলেন মিয়ানমারের যুদ্ধ পরিস্থিতি এবং সে পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের কৌশল সম্পর্কেও। বিএনপির যেকোনো আন্দোলন দেশের মানুষ অতীতের মতো মোকাবেলা করবে বলেও হুঁশিয়ারি দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।