রাজাপুর প্রতিনিধিঃ
সারাদেমের ন্যয় ঝালকাঠির রাজাপুরের মডেল মসজিদ ও ইসলামকি কেন্দ্রের গণভবন থেকে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । আজ ১০ জুন বৃহস্পতিবার সকালে প্রথম পর্যায়ে সারা দেশে ৫০টি মসজিদের ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ।
মুজিববর্ষ উপলক্ষে প্রতিটি উপজেলা, জেলা ও সিটি কর্পোরেশনে একটি করে ৫৬০ টি মসজিদ ও ইসলামিক কেন্দ্র পর্যায়ক্রমে নির্মান করা হবে।
ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড্যা. খান সাইফুল্লাহ পনির, ভাইস চেয়ারম্যান মো. জিয়া হায়দার খান লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এএইচএম খায়রুল আলম সরফরাজসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।