সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ১৪ জুলাই বুধবার নানা আয়োজনে পালন করেছে দলটি । ২০১৯ সালের ১৪ জুলাই সকাল পৌনে ৮ টায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
এদিকে ‘কঠোর লকডাউনের’ মধ্যেও মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে সারাদেশে বিভিন্ন কর্মসূচি নিয়েছে দলটি। রাজধানীতে ১০ হাজার মানুষের মধ্যে খাবার বিতরণ করবে নগর জাতীয় পার্টি।
তবে এরশাদের মৃত্যুর দুই বছরেও স্বস্তি ফেরেনি দলটিতে। এরশাদের মৃত্যুর প্রথম বছর অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে পড়ে জাতীয় পার্টি। জি এম কাদের ও রওশন এরশাদের দ্বন্দ্ব প্রকাশে রূপ নেয়। সিনিয়র নেতাদের সমন্বয়ে বিভেদ অনেকটাই কাটিয়ে দলটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে।
ওই মুহূর্তে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদকে নিয়ে আবারো অস্বস্তিতে পড়েছে দলটি। এরশাদের ছেলে এরিক প্রকাশে বলেছেন ‘আমার মা এবং আমার কিছু হলে চাচা জি এম কাদের দায়ী থাকবেন। ’ তার এরকম মন্তব্য নিয়ে তৃণমূলের মধ্যে আলোচনা হচ্ছে। সব মিলিয়ে অনেক ঝড় ঝাপটার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে এরশাদের জাতীয় পার্টি।