ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার মাসির রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠির নবাগত জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহ কমিশনার ভূমিসহ রাজস্ব বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় খাস জমি বন্দোবস্ত এবং নতুন কোন আবেদন থাকলে দ্রুততার সাথে প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন এছাড়া সার্ভে সেটেলমেন্ট এবং রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার পরিসংখ্যান নিয়ে কথা বলেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যপরিধি ত্বরান্বিত করে ১০০ ভাগ লক্ষ্যমাত্রা অর্জনের করনীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন। এছাড়া নামজারি মোকদ্দমা, অর্পিত সম্পত্তির বর্তমান অবস্থা ও চালচিত্র বিষয়ে অবহিত হন। তিনি সকল কর্মকর্তাদের সাধারণ মানুষকে কোন ধরণের হয়রানি অথবা বিভ্রান্তির মধ্যে যাতে পরতে না হয় সেদিকে গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেন এবং তিনি স্মরণ করিয়ে দেন আমরা সরকারি কর্মকর্তারা জনগণের কল্যানেই নিয়োজিত রয়েছি।