অনলাইন ডেস্কঃ সাতক্ষীরার দেবহাটায় তুচ্ছ ঘটনায় ছেলের স্ত্রীর হাতের ধাক্কায় শাশুড়ি নিহত হওয়ার অভিযোগ উঠেছে। ২২ জুন বুধবার বিকালে দেবহাটার দেবীশহর গ্রামে এই ঘটনা ঘটার পর গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শাশুড়ির নাম মর্জিনা খাতুন (৬৪)। তিনি দেবহাটা উপজেলার দেবীশহর গ্রামের আব্দুর রহমানের স্ত্রী। ঘাতক বউমার নাম মিতা পারভীন (২৫)। তিনি হাসান কারিগরের স্ত্রী ও মর্জিনা খাতুনের ছোট বউ।
প্রতিবেশী এক ব্যক্তি জানান, তুচ্ছ কিছু ঘটনার জেরে বউ-শাশুড়ির পারিবারিক কলহ ছিলো চরমে। ২২ জুন বুধবার বিকালে রান্না করা নিয়ে দুই জনের মধ্যে ঝগড়া শুরু হয়। এতে ক্ষুব্ধ হয়ে শাশুড়ি মর্জিনা খাতুন বউ মিতা পারভীনকে চড় মারেন।
এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে বউও শাশুড়িকে ধাক্কা মারেন। এতে শাশুড়ি মাথা ফেটে গুরুতর জখম হন। মর্জিনা খাতুনকে পরিবারের সদস্যরা প্রথমে সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বুধবার মধ্যরাতে মর্জিনা খাতুন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মর্জিনার স্বামী আব্দুর রহমান জানান, মরদেহ বাড়িতে এনে রাখা হয়েছে। বাদ যোহর জানাজার নামাজ হবে। পারিবারিক কলহে বউ এর দেওয়া ধাক্কায় শাশুড়ি মারা গেছেন, এটা স্বীকার করে তিনি বলেন, মামলা-মোকদ্দমার ঝামেলায় যাবো না বিধায় ময়নাতদন্ত করা হয়নি।
দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্রঃ বাংলা ভিশন।