খেলা ডেস্কঃ কয়েকদিন আগেই বাংলাদেশ দলের টিম ম্যানেজম্যান্ট নিয়ে প্রশ্ন তুলেছিলেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের ফিল্ডিংয়ের বেহাল দশার পরে এবার ফিল্ডিং কোচকেও কাঠগড়ায় তুললেন দেশসেরা এই অধিনায়ক। একটি টকশো’তে হাজির হয়ে তিনি বলেন, ‘এখন আপনি ১২ লাখ টাকা দিয়ে ফিল্ডিং কোচ রেখে যদি একটা টি-টোয়েন্টি ম্যাচে পাঁচটি ক্যাচ ড্রপ হয়..আমি আগে প্লেয়ারের দোষ কেন দেবো, বলেন তো।’
তিনি আরও বলেন, ‘এটা পেশাদার জীবন হলে আমার আগে কোচিং স্টাফদের দেখা উচিত। কোচিং স্টাফের সঙ্গেও আমার একটা বোঝাপড়া থাকা উচিত। আমি ৫০ হাজার টাকা দিয়েই তো ফলাফল পাচ্ছি, তাহলে এমন দরকার কী।’ মূলত দেশের স্বনামধন্য কোচ বাদ দিয়ে বিদেশি কোচ আনার কোনো কারণই খুঁজে পান না মাশরাফি। মোহাম্মদ সালাহউদ্দিন এবং খালেদ মাহমুদ সুজনের মতো কোচদের জাতীয় দলের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয় না কেন, সেই প্রশ্নও রেখে গেছেন তিনি।
মাশরাফি আরও বলেন, ‘কোচিং প্যানেল নিয়ে আমি আবারও কথা বলব। আমার কথা হচ্ছে, সমস্যা টা কোথায়, সালাহউদ্দিন ভাইকে কোথাও না কোথাও যোগ করে নিতে। আপনার সন্তান আপনার কাছে কিছু চাইলে দেরি করে হলেও তাঁকে দেবেন। সালাহউদ্দিন ভাইকে পেয়ে যদি পুরো দল খুশি থাকে, তাহলে সালাহউদ্দিন ভাইকে কেন টিমের সঙ্গে দেয়া হচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘সাকিব..তামিম..মুশফিক..রিয়াদ- সবাই তাঁকে পছন্দ করে, টিম বয়রা পর্যন্ত পছন্দ করে। তাহলে কেন তাঁকে দেয়া হচ্ছে না? সুজন ভাই টিমের সঙ্গে ছিল, দিয়ে দিক না.. বাংলাদেশের প্ল্যানিংয়ে সুজন ভাইয়ের থেকে ভালো কে আছে? প্রমাণ হচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা।’