সাকিব-তামিম দ্বন্দ্বের কারণে চলমান বিপিএলে রংপুর-বরিশাল ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। প্রথমে তামিমকে আউট করতে না পারলেও দ্বিতীয় দেখা প্রথম বলেই তামিমকে সাজঘরে ফিরিয়েছেন সাকিব।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) সেমিফাইনালের কঠিন সমীকরণ মাথায় রেখে শক্তিশালী রংপুরের মুখোমুখি হয়েছে বরিশাল। এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ফরচুন বরিশাল।
ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ব্যাট চালাতে থাকেন টাইগার ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। একের এক বাউন্ডারি মেরে রান তুলতে থাকে তামিম। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ২০ বলে ৩৩ রান করে আউট হন বরিশাল অধিনায়ক।
তামিম ব্যাটিং তাণ্ডব দেখে চতুর্থ ওভারে বোলিংয়ে আসেন সাকিব আল হাসান। সাকিবের প্রথম বল বুঝতে না পেরে ক্যাচ তুলে দেন তামিম। এরপর উল্লাসে মাতে রংপুরের দর্শকরা।
গত ছয় মাসে সাকিব-তামিম ইস্যুতে না ঘটনা ঘটেছে তাই রংপুর-বরিশালকে ম্যাচকে কেন্দ্র করে আলাদা উত্তাপ ছড়িয়েছে। লিগ পর্বের প্রথম ম্যাচেও সেই লক্ষণগুলো ফুটে উঠেছিল।
সেই ম্যাচে রংপুরকে হারিয়ে আসর শুরু করেছিল বরিশাল। তবে রংপুরই সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে। ব্যাট-বলে দুর্দান্ত পারফর্ম করছেন সাকিব আল হাসান।
অন্যদিকে বরিশালের সমানে রয়েছে কঠিন সমীকরণ। তাই ম্যাচেও রংপুরকে হারাতে হবে বরিশালের।