ঝালকাঠি প্রতিনিধি: বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সারাজীবন শক্তি, সাহস যোগানোর পাশাপাশি মহান মুক্তিযুদ্ধ, যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন ও সংকটকালে আওয়ামী লীগ পরিচালনায় অনন্য ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেছেন- ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, আমির হোসেন আমু।
তিনি আজ ঝালকাঠিতে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথির বক্তৃতাকালে এ মন্তব্য করেন।
জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগ সহসভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগ সভাপতি লিয়াকত আলী তালুকদার আলোচনায় অংশ নেন।
টাউন হলের দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও বঙ্গমাতাসহ পচাত্তরের পনর আগস্টে নিহতদের বিদেহী আত্মার শান্তি এবং দেশের উন্নয়ন-অগ্রগতি কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।