ঝালকাঠি প্রতিনিধিঃ
খালেদা জিয়া প্রকৃত দেশপ্রেমিক, তাই তিনি কখনো দেশ ছেড়ে পালায়নি, অথচ শেখ হাসিনা পালিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির র্ধম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। আজ শুক্রবার বিকেলে ঝালকাঠির সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্ত্যব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিগত ১৭ বছর দেশের ব্যাংকগুলোকে লুটপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে শেখ হাসিনা, তাঁর পরিবার ও আওয়ামী লীগ নেতারা।
শেখ হাসিনা ছাত্রজনাতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়েছেন, কিন্তু খালেদা জিয়া কখনো পালায়নি। মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের নেতারা ভারতে পালিয়ে গিয়েছিলো। তখন জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন বলেও জানান বিএনপির এই কেন্দ্রীয় নেতা।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক তৌহিদ আলম মান্নার সভাপতিত্বে জনসমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপি কেন্দ্র্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের সহসভাপতি জীবা আমিনা আল গাজী, ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো, জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু ও বিএনপি নেতা গোলাম মোস্তফা ছালু।
সমাবেশের প্রধান বক্তা বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু বলেন, খালেদা জিয়াকে কারাগারে পয়জন দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলো শেখ হাসিনা। কিন্তু আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাইদুল কবির রানার সঞ্চালনায় জনসমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জেড আই কামাল, কেন্দ্রীয় যুবদলের সমাজকল্যাণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম সুমন, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান খান হেলাল, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল ইসলাম বাদল, জেলা যুবদলের আহবায়ক রবিউল ইসলাম তুহিন। এছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য দেন।
বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত, ৩১ দফা বাস্তবায়ন ও বর্তমানে দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এ জনসমাবেশের আয়োজন করে নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দল।
সমাবেশে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের কযয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।