টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে গত সপ্তাহেই শীর্ষে উঠেছিলেন রবীন্দ্র জাদেজা। প্রায় তিন বছর পর শ্রেষ্ঠত্ব বুঝে পাওয়ার সময়েই চলছিল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এ সুখবর অবশ্য কাজে আসেনি জাদেজার। ব্যাটে তবু কিছুটা লড়াই করলেও বল হাতে আলো ছড়াতে পারেননি ভারতের অলরাউন্ডার।
সে ব্যর্থতার ফল মিলতে দেরি হলো না। মাত্র এক সপ্তাহ পরই র্যাযাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়েছেন জাদেজা। তাঁর পয়েন্ট হারিয়ে ফেলার সুবিধাটা পেয়েছেন জেসন হোল্ডার। আবার নিজের জায়গা ফিরে পেয়েছেন ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার।
টেস্ট চ্যাম্পিয়নশিপ অবশ্য বিজয়ীদের ঠিকই বরমাল্য উপহার দিয়েছে। দুই ইনিংসে দল জেতানো দুটি ইনিংস খেলা কেইন উইলিয়ামসন টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে উঠে গেছেন। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটা একদিক থেকে উইলিয়ামসন বনাম কোহলির লড়াই–ও ছিল। সে লড়াইয়ে বিরাট কোহলিকে বেশ বড় ব্যবধানেই হারিয়েছেন উইলিয়ামসন। দুই ইনিংসে ৪৯ ও অপরাজিত ৫২ রান করে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন কিউই অধিনায়ক।
তাঁর এই ১০১ রান দলকে যেমন জয় এনে দিয়েছে, টেস্ট রেটিং পয়েন্টও ৯০০ ছাড়িয়ে নিয়েছে। দুইয়ে থাকা স্টিভ স্মিথের (৮৯১) চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে আছেন উইলিয়ামসন। মাত্র দুই সপ্তাহ আগে শীর্ষে উঠেছিলেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক। তিনে আছেন অস্ট্রেলিয়ারই মারনাস লাবুশেন (৮৭৮ পয়েন্ট)। নিকট ভবিষ্যতে তাঁদের কারোরই টেস্ট খেলার সম্ভাবনা নেই।
এদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপে ব্যর্থ কোহলি সামনেই সুযোগ পাচ্ছেন শীর্ষে ওঠার। ৮১২ পয়েন্ট নিয়ে চারে থাকা কোহলিকে অবশ্য সে ক্ষেত্রে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে অবিশ্বাস্য সব কীর্তি করতে হবে। সে কথা খাটে পাঁচে থাকা ইংলিশ অধিনায়ক জো রুটের ক্ষেত্রেও (৭৯৭ পয়েন্ট)।
বোলিংয়ে কোনো রদবদল নেই। ফাইনালের ভারতের ২০ উইকেট নিয়েছেন নিউজিল্যান্ডের চার পেসার টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, কাইল জেমিসন ও নিল ওয়াগনার। ৫ উইকেট পেলেও তিনে থাকা সাউদি তিনেই আছে। ওদিকে ভারতের রবিচন্দ্রন অশ্বিন পেসবান্ধব উইকেটেও ৪৫ রানে ৪ উইকেট পেয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছেন। তাঁদের চেয়ে অনেক নিরাপদ দূরত্বে শীর্ষে আছেন প্যাট কামিন্স। চারে আছেন জশ হ্যাজলউড।
ফাইনালে ৩ উইকেট পাওয়া ওয়াগনার আগের মতোই পাঁচে আছেন। বোল্টের ৫ উইকেটপ্রাপ্তি তাঁকে ৫ ধাপ এগিয়ে ১১-তে নিয়েছে, সবচেয়ে বড় লাফ দিয়েছেন ম্যাচসেরা জেমিসন। ৬১ রানে ৭ উইকেট পাওয়া দীর্ঘদেহী পেসার এগিয়েছেন সাত ধাপ, এখন ১৩তম স্থানে।
অলরাউন্ডারদের মধ্যে শীর্ষ দুইয়ে থাকা দুটি নাম তো আগেই বলে দেওয়া হয়েছে। তবে দ্বিতীয় স্থানে এখন আর একা নেই জাদেজা। সেখানে ইংল্যান্ডের বেন স্টোকসকেও সঙ্গী পাচ্ছেন তিনি। চারেও আরেক ভারতীয় স্পিনার, অশ্বিন। পাঁচে আছেন জিম্বাবুয়ে সফরের বাংলাদেশ দলে থাকা সাকিব আল হাসান।