খেলা ডেস্কঃ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ক্রাইস্টচার্চে আজ পাকিস্তানের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। ফাইনালে উঠার স্বপ্ন আগেই শেষ হয়ে যাওয়ায় টাইগারদের জন্য ম্যাচটি ছিল নিয়মরক্ষার। ম্যাচে বাংলাদেশ ৭ উইকেটে হারলেও ব্যাট হাতে দারুণ করেছেন লিটন দাস। তবে শেখার যে কোনো শেষ নেই, সেটা আবারো প্রমাণ করলেন ব্যাট হাতে ছন্দে থাকা লিটন।
আজ ৪২ বলে ২টি ছক্কা ও ৬টি চারের সাহায্যে ৬৯ রানের ইনিংস খেলেছেন লিটন। ম্যাচ শেষে তিনি ছুটে গেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের কাছে। তাঁদের কাছ থেকে নিয়েছেন ব্যাটিং পরামর্শ। এই মুহূর্তের ভিডিও প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট টিম। নিজেদের ভেরিফাইড ফেসবুক পেইজে এই ভিডিওটি আপলোড করে ক্যাপশনে লিখেছে, ‘শেখার কোনো শেষ নেই’।
ভিডিওতে দেখা যায়, বাবর ও রিজওয়ানের কাছ থেকে আলাদাভাবে ব্যাটিংয়ের বিভিন্ন বিষয়ে পরামর্শ নিয়েছেন লিটন। এ সময় রিজওয়ানকে বলতে শোনা যায়, ‘পরিশ্রমের কোনো বিকল্প নেই। ’