শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো`র দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে যুক্তরাজ্য বিএনপি।
২৪ জানুয়ারি শুক্রবার রাতে পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে এই দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। একইসাথে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতার জন্য দোয়া করা হয়। জনগনের প্রত্যাশিত দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহবান জানান, তারেক রহমান।