ঝালকাঠি প্রতিবেদকঃ
“জাটকা ধরা বন্ধ হলে ইলিশ উঠবে জাল ভরে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য ব্যালি বের হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসক আশরাফুর রহমান বেলুন উড়িয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন করেন। পরে শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রশাসক আশরাফুর রহমান। জেলা মৎস কর্মকর্তা মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার উজ্জ¦ল কুমর রায়,সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ হুমায়ুন কবীর, নিবার্হী অফিসার ফারহানা ইয়াসমিন প্রমুখ।
পরে সংরক্ষণ সপ্তাহ উপলক্ষ্যে অনুষ্ঠিত সাতার প্রতিযোগিতায় বিজয়দেও মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক। বক্তারা এই সপ্তাহের জাটকা আহরণ বন্ধ রেখে দেশের ইলিশ মাছের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করার জন্য জেলেদের প্রতি আহ্বান জানান।
৮ এপ্রিল থেকে ১৪এপ্রিল পর্যন্ত জেলেদের নদী থেকে জাটকা আহরণ,বাজারজাতকরণ,মজুত ও বিক্রি করার উপর নিষেধাজ্ঞার রয়েছে।জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।