গাজায় ফিলিস্তিনের ভূমি যারা দখল করে বাড়ি নির্মাণ করছে তাদের ভিসা নিষেধাজ্ঞার আওতায় আনার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
একই সঙ্গে রাষ্ট্রের বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করেছে তাদের ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে একটি অনলাইন টিভির কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এ কথা বলেন।
দেশের জনগণের বিরুদ্ধে যারা পেট্রোল বোমা নিক্ষেপ করছে, নির্বাচন প্রতিহত করছে, তাদেরও ভিসা নিষেধাজ্ঞা দেয়ার আহ্বান জানান। তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, গাড়িতে আগুন দিয়ে মানুষ পোড়ানো, এগুলো কোন রাজনৈতিক দলের কাজ হতে পারে না। এগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড । রাষ্ট্রের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে । এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আওয়াজ তোলার আহ্বান জানান তথ্যমন্ত্রী।
দেশে মানুষ পুড়িয়ে মারছে অথচ সেইসব বিবৃতিদাতারা কোথায়? তাদের বক্তব্য নাই কেনো প্রশ্ন রাখেন হাছান মাহমুদ।