রাজাপুর উপজেলা বিএনপি‘র সাধারণ সম্পাদকে দলীয় সকল কাযক্রম থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করে জেলা বিএনপি’র আহবায়ক ও সদস্য সচিবের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
আজ শনিবার ২৫ জানুয়ারী এ নির্দেশ প্রদান করা হয়। নোটিশে উল্লেখ্য করা হয়েছে রাজাপুর উপজেলা বিএনপি‘র সাধারণ সম্পাদক মোঃ নাসিম উদ্দিন আকনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দলীয় পদ স্থগিত ও সকল কার্যক্রমে অংশ গ্রহণ না করার নির্দেশ প্রদান করা হয়। একওই সাথে রাজাপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের দলীয় কমকার্ন্ডের জন্য নাসিম আকনের সাথে কোনো প্রকার যোগাযোগ না করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।