রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কেওতা এলাকায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে ৷ বৃহস্পতিবার (১২ আগষ্ট) বিকেলে স্থানীয় যুব সমাজের উদ্যোগে কেওতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
এ খেলায় বিবাহিত ও অবিবাহিত দু’টি দল অংশ নেয়। খেলায় অবিবাহিত দল বিবাহিত দলকে ২-১ গোলে পরাজিত করেন৷ খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়৷ পুরস্কার বিতরণ করেন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ( DYDF) রাজাপুর উপজেলা সভাপতি সাংবাদিক সাইদুল ইসলাম ফরাজি, স্থানীয় ইউপি সদস্য মাহফুজুর রহমান সাইদুল, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমান ও মো. আলাউদ্দিন ৷ ঐতিহ্যবাহী এ হাডুডু খেলা দেখতে দর্শকদের ছিলো উপচে পড়া ভিড় ৷