রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে মো. রাকিবুল ইসলাম নামে এক মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত ১৩ আগষ্ট শুক্রবার রাত সাড়ে ১১টায় উপজেলার বাঘড়ি ব্রাক অফিসের সামনে একটি ভাড়া বাসা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। রাকিবুল (১৪) উপজেলার পুটিয়াখালি এলাকার মাওলানা আব্দুল হকের ছোট ছেলে। রফিকুল আধাখোলা দাখিল মাদ্রাসার ৭ম শ্রেনীর ছাত্র।
নিহতের বোন হাবিবা আক্তার জানায়, রাতে তার ছোট ভাই রাকিবুলকে রুমে একা রেখে বোন হাবিবা তার ৯ বছরের বাচ্চা কাহারিয়াকে নিয়ে ঐ ভবনের উপরের তলায় বাড়িয়ালার রুমে যায়। রাত ১০টার দিকে সেখান থেকে ফিরে এসে নিজ কক্ষের দরজা বিতর থেকে লককরা দেখে হাবিবা ডাকচিৎকার দেয়। বাড়িয়ালা মোস্তফা কামাল খানসহ স্থানীয়রা ছুটে এসে জানালার ফাঁক দিয়ে রাকিবুলকে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনা স্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় জানালা দিয়ে লগির সাহায্যে দরজা খুলে রাকিবুলের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
রাজাপুর থানা ওসি (তদন্ত) অনিমেষ মন্ডল বলেন, লাশ উদ্ধার করে থানা আনা হয়েছে। আগামিকাল শনিববার সকালে ময়না তদন্তে লাশ ঝালকাঠি মর্গে পাঠানো হবে।