বুলবুল আহমেদ, রাজাপুর প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে ১২ বছর বয়সী পাখি আক্তার নামে এক মাদ্রাসা ছাত্রীর রহস্যজনক আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের দক্ষিন তারাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।পাখি আক্তার ঐ এলাকার মো. হেমায়েত হাওলাদারের মেয়ে ও দক্ষিন তারাবুনিয়া ওয়াহেদীয়া দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী।
নিহতের বাবা মো. হেমায়েত হাওলাদার জানায়, ঘটনার দিন দুপুরে বাড়ি ফিরে তিনি ও তার স্ত্রী দুজনে মিলে গরুর খাবার দিয়ে বাহির থেকে ঘরে ফিরে পাখিকে ঘরে আড়ার সাথে গায়ের ওড়না গলায় জড়িয়ে ঝুলতে দেখে নিচে নামায়। পরে অজ্ঞান অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পাখিকে মৃত ঘোষনা করেন। তবে কেন কি কারনে পাখি আত্মহত্যা করেছে এ ব্যাপারে কেউ কিছু বলতে পারেনি।