ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে নারী উদ্যোক্তাদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থা দিনব্যাপী এ প্রশিক্ষনের আয়োজন করেন।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আশরাফুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার রাহুল চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাজাপুর থানা অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ আবদুল্লাহ।
জাতীয় মহিলা সংস্থার সহযোগিতায় বাছাইকৃত উদ্যোক্তাদের পাঁচটি দোকান উদ্ভোধন ও তাদের নিজস্ব তৈরী বিভিন্ন পণ্যসামগ্রীর প্রদর্শনী পরিদর্শন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।