মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চু’র প্রথম আনুষ্ঠানিক সভা জনসমুদ্রে পরিণত হয়।
বুধবার (৩ জুলাই) বেলা ১১ টায় উপজেলা প্রসাশনের আয়োজনে আয়োযিত ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম উপজেলা উন্নয়ন ও সমন্নয় বিষয়ক মাসিক সভায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চু মৃধার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব, সিনিয়র সহকারি পুলিশ সুপার মাসুদ রানা, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল হাসান বাপ্পি মৃধা ও মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার। এছাড়াও উপজেলার সরকারি প্রধান সকল কর্মকর্তা এবং উপজেলার ৬ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বৃন্দ।
সভা শুরু হওয়ার আগে হাজার হাজার মানুষ নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চ মৃধাকে সংবর্ধনা জানায়। বাদ্যযন্ত্র বাজিয়ে ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে সাধারণ মানুষেরা তাকে বরণ করে নেয়। এ সময় হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হন মিলন মাহমুদ বাচ্চু। উপজেলা পরিষদ কনভেন সেন্টারে উপজেলা বাসীর উদ্যেশে বক্তব্য শেষে তিনি উপজেলা উন্নয়ন ও সমন্নয় বিষয়ক প্রথম মাসিক সভায় অংশ নেন।